৮ই এপ্রিল আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব :গিনিস রেকর্ড সৃষ্টির জন্য সেচ্ছাসেবক দরকার
২য় আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব ২০১৮ উপলক্ষে আগামী ৮ এপ্রিল গিনিস রেকর্ড সৃষ্টির লক্ষ্যে ৫০০/১০০০ মানুষ একসঙ্গে মাইমের মেকাপ নিয়ে একটি পরিবেশনায় অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-তে সকাল ১১টায়। এই গিনিস রেকর্ড এর অংশ হতে আপনিও আমন্ত্রিত। অংশগ্রহণকারী সকলেই পাবেন ফ্রি টি-শার্ট, গ্লাভস, মেকআপ এবং অংশগ্রহণ সার্টিফিকেট।
#https://goo.gl/forms/F8rg2zsPPtgcwVC92
অংশগ্রহন করার জন্য প্রাথমিক নিবন্ধন করুন। যে কোন বয়সী ব্যক্তি অংশগ্রহন করতে পারবেন। অংশগ্রহণকারী সকলকে কালো প্যান্ট ও কালো কেডস্ / কনভার্স পরে আসার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। যোগাযোগ: ০১৬৮২৯৭৩৫৫১ - ৫২; ৯১৩৭৬৫৪