৬ ই মে শাহবাগে মুক্তিযোদ্ধা প্রজন্মের একাংশের মহা সমাবেশ
#মুক্তিযোদ্ধা_পরিবার_মহাসমাবেশঃ #৬_মে২০১৮_রবিবার_বেলা_১১টা
#স্থানঃ_মুক্তিযুদ্ধ_প্রজন্ম_চত্বর_শাহবাগ।
শেখ হাসিনা মুক্তিযোদ্ধা পরিবার এর সাথে ছিলেন- আছেন - থাকবেন। মুক্তিযোদ্ধা পরিবারও শেখ হাসিনার পাশে ছিল- আছে- থাকবে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট ৬ দফা দাবি নামা পেশ উপলক্ষ্যে মহাসমাবেশ ।
উক্ত মহাসমাবেশকে সফল করতে দল-মত নির্বিশেষে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযুদ্ধ প্রজন্ম ভিত্তিক সকল সংগঠন সমূহের নেত্রীবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা পরিবার এর সদস্য গন ও নাতি - নাতনিদের যোগদান করতে আহ্বান জানাচ্ছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক ।
মেহেদী হাসান
সভাপতি
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড
প্রধান সমন্বয়কারী
মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটি