রাজাকার যুগে যুগে
১.রাজাকার আরবি শব্দ যার অর্থ স্বেচ্ছাসেবক। মুক্তি যুদ্ধের সময় যারা পাকিস্তানিদের হয়ে কাজ করেছেন তাদের রাজাকার বলা হয়। যেহেতু পাকিস্তানিদের খারাপ কর্মকান্ডে তাদের সহায়তা ছিল তাই রাজাকার শব্দটা ঘৃণিত হয়।
২. মুক্তিযুদ্ধ যে কারনে হয়,সেই একই কারনে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন।উভয়ক্ষে
ত্রে একই উদ্দেশ্য বৈষম্য দূর করা।এরই মধ্যে মতিয়া আন্দোলন কারীদের রাজাকার বলে গালি দেয়।
৩.কোটা সংস্কার আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে মুক্তির আন্দোলন। প্রধানমন্ত্রী নিজে বলেছেন স্বাধীনতার ৪৬ বছর হয়েগেছে, এখন আর কোটার দরকার নাই।এখনোও যারা কোটা চায় তারাই তো সেই সময়ের পাকিস্তানের মতাদর্শ লালন করে।চেতনা নিয়ে ব্যবসা করে।এরাই হচ্ছে এ যুগের নব্য রাজাকার।