সিন্ডিকেটের মাধ্যমে অভিবাসন ব্যয় বাড়ানোর অভিযোগে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর চলতি পদ্ধতি বাতিল করে দিয়েছে মালয়েশিয়া সরকার।
মালয়শিয়ার অনলাইন-ভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম দ্য স্টারে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির মানবসম্পদমন্ত্রী বলেছেন, মানব পাচার এবং অভিবাসন ব্যয় বাড়ানোর অভিযোগ উঠেছে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে, সে কারণে এ সিদ্ধান্ত।
একই সঙ্গে বিষয়টি নিয়ে একটা পূর্ণ তদন্ত শেষ হবার আগ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানান তিনি।