Home/
Unlabelled
/আগামী ১৬ আষাঢ় ১৪২৫ মোতাবেক ৩০ জুন ২০১৮ রোজ শনিবার মহাত্মা আহমদ ছফার ৭৫তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে আয়োজিত সম্মেলনে তাঁহার গুণমুগ্ধ ভক্ত ও পাঠককুল তাঁহার জীবন ও সাহিত্য লইয়া আলোচনা ও স্মৃতিচারণা করিবেন। ইহা ছাড়া আহমদ ছফা রচিত কবিতা আবৃত্তি প্রভৃতি সহযোগে দিনটি উদযাপন করা হইবে।
আগামী ১৬ আষাঢ় ১৪২৫ মোতাবেক ৩০ জুন ২০১৮ রোজ শনিবার মহাত্মা আহমদ ছফার ৭৫তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে আয়োজিত সম্মেলনে তাঁহার গুণমুগ্ধ ভক্ত ও পাঠককুল তাঁহার জীবন ও সাহিত্য লইয়া আলোচনা ও স্মৃতিচারণা করিবেন। ইহা ছাড়া আহমদ ছফা রচিত কবিতা আবৃত্তি প্রভৃতি সহযোগে দিনটি উদযাপন করা হইবে।