কোটা সংস্কার আন্দোলন আসলে কোন দিকে যাচ্ছে!!
ছাত্র আন্দোলন নিয়ে আওয়ামী লীগ খুব গর্ব করে। ৪৮ এর রাষ্ট্রভাষাসূত্রে স্বাধীনতা ও স্বৈরাচার পতনের মতো অতীতের গুরুত্বপূর্ণ সব আন্দোলনে ছাত্রদের অসামান্য ভূমিকা ...
সে কৃতিত্বের বিপরীত ইতিহাস তৈরি করতেই কি কোটাবিরোধীদের প্রতি এমন দুর্ব্যবহার? নূরু, মামুনরা কি দেশবিরোধী আন্দোলন করছেন নাকি মেধাবী বাংলাদেশের জন্য লড়ছেন!!
চলমান আন্দোলনগুলোতে গুজব বা বিকৃতি একটা ফ্যাক্ট হিসেবে দাঁড় করানো হয়েছে। অতীতেও এ ট্রাডিশন ছিল না। হেফাজত আন্দোলনের পর সরকারকে অতিমাত্রায় সে ভূমিকায় দেখা গেলো। কোটা আন্দোলনেও এই বিকৃতি কাজে লাগিয়ে সাধারণকে মিনিমাইজ করার চেষ্টা হচ্ছে।
বলা হচ্ছে এরা জামাত-শিবিরের নেতা কর্মী। আবার মেইনস্ট্রিম মিডিয়াও সে গুজবে কান দিচ্ছে। এমন নোংরা কোটেশন কি খুব জরুরি ছিল?
অবশ্য গণতান্ত্রিক রাজনীতির নীতি বলে কিছু থাকতে নেই। সেটা ম্যাকিয়াভেলি অনেক আগেই বলে গেছেন। তার মতে- রাজনীতিতে মিথ্যা বলা এবং প্রয়োজনে সব নিকৃষ্ট কাজই বৈধ।
সুতরাং বিরোধী আন্দোলন দমাতে এমন প্রপাগান্ডায় খুব অবাক হওয়ার কিছু নেই। এখন দেখার বিষয় সাধারণ শিক্ষার্থীরা সেই ট্যাবলেট গিলবেন নাকি পাল্টা ছুড়বেন ...,রোকন রাইয়ানের ফেসবুক পাতা থেকে..