আগামীকাল বিকাল ৫টায়,আলোচনা খেলার রাজনীতি নিয়ে
ফুটবলের বিকাশ, তার বর্তমান অবস্থা আর ভবিষ্যতও কিন্তু রাজনৈতিক-সামাজিক পরিস্থিতির ওপর নির্ভরশীল।ফুটবল কি কেবলই বড় পুঁজির সেবা করবে না তার জনতার খেলা হিসাবে বিকশিত হবারও সুযোগ আছে? জাতীয়তাবাদ, সম্প্রদায় চেতনা, আত্মিক বন্ধন, আবার অভিবাসন এর মত রাজনৈতিক-সামাজিক ব্যাপারেও ফুটবল কিভাবে ভূমিকা রাখছে। কিভাবেই বা ফুটবল কৌশলের সাথে জড়িয়ে থাকে আর্থ-সামাজিক, রাজনৈতিক ব্যবস্থা কিংবা বিজ্ঞানের বিকাশ। এইসব সাত-সতেরো নিয়েই আড্ডা হবে আগামী শনিবার ফাইনালের আগের দিন।
স্থানঃ বাসাঃ২৯,রোড ১,ধানমন্ডি