Header Ads

Header ADS

গনিত দলের সংবর্ধনা ১৭ই জুলাই

রোমানিয়ায় অনুষ্ঠেয় ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আহমেদ জাওয়াদ চৌধুরী দেশের পক্ষে প্রথম স্বর্ণপদক জয় করেছে। এ ছাড়া দলের সদস্য জয়দীপ সাহা, তামজিদ মোর্শেদ রুবাব, তাহনিক নূর সামিন ব্রোঞ্জপদক অর্জন করেছে এবং রাহুল সাহা ও সৌমিত্র দাস অনারেবল মেনশন পেয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ দল ১টি স্বর্ণপদক, ৩টি ব্রোঞ্জপদক ও ২টি অনারেবল মেনশন অর্জন করেছে।

এ বিশাল অর্জন উপলক্ষে খুদে গণিতযোদ্ধাদের এক সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গণিত দলের সংবর্ধনাটি ১৭ জুলাই, ২০১৮ মঙ্গলবার, বিকেল ৪টার সময় টিসিবি মিলনায়তন (সোনারগাও হোটেলের উল্টোদিকে), কারওয়ান বাজার ঢাকায় অনুষ্ঠিত হবে। সংবর্ধনায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ, গণিতবিদ, বিজ্ঞানীসহ উপস্থিত থাকবেন দেশবরেণ্য ব্যক্তিরা।

গণিত দলের এই সংবর্ধনায় আপনি আমন্ত্রিত।

Blogger দ্বারা পরিচালিত.