ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের গুনী শিক্ষকগন কোটা সংস্কার অান্দোলনকারী ছাত্র ছাত্রীদের উপর হামলার প্রতিবাদ জানান
ঢাকা বিশ্ববিদ্যালয় অাইন বিভাগের অধ্যাপক #অাসিফ_নজরুল_ইসলাম স্যার সহ বাংলাদেশের গুনী শিক্ষকগন কোটা সংস্কার অান্দোলনকারী ছাত্র ছাত্রীদের উপর হামলার প্রতিবাদ জানান,
অসুস্থদের রাষ্ট্রীয়ভাবে সু-চিকিৎসার ব্যবস্থা করার এবং রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন ।বক্তব্য শেষে পাঁচটি দাবি তুলে ধরেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন। তিনি বলেন, ‘সব শিক্ষাপ্রতিষ্ঠানে সকল হামলাকারীর বিচার চাই, আক্রান্ত শিক্ষার্থীদের নামে করা মিথ্যা মামলার প্রত্যাহার চাই, আক্রান্তদের চিকিৎসাব্যবস্থা সরকারকেই করতে হবে, নারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যৌন নিপীড়নের বিচার চাই এবং দ্রুত কোটা সংস্কারের প্রতিশ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে দিতে হবে।’