Header Ads

Header ADS

কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান


১) জাতিসংঘের ই গভর্নমেন্ট উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান – ১১৫ তম ( ৯ ধাপ উন্নতি)
২) জাতিসংঘের ই পার্টিসিপেশন সূচকে বাংলাদেশের অবস্থান – ৫১ তম ( ৩৩ ধাপ উন্নতি)
৩) জাতিসংঘ এই সূচকগুলো প্রকাশ করছে – ২০০১ সাল থেকে, ২ বছর পর পর
৪) SDG অর্জনের লক্ষ্যমাত্রা – ২০৩০ সালে
৫) বাংলাদেশ সরকার দেশকে ডিলিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারন করে – ২০২১ সালের মধ্যে
৬) বর্তমানে বিভিন্ন সেবার – ৪০% অনলাইনে দেয়া হয়
৭) বর্তমানে দেশে ডিজিটাল ইনফরমেশন সেন্টার রয়েছে – ৫,২৭২ টি
৮) ২০০৮ সালে দেশে ইন্টারনেট ববহারকারীর সংখ্যা ছিল – ৮ লাখ
৯) ২০১৮ সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা – ৮ কোটি ৭৮ লাখ
১০) বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে দেশের মোট জনসংখ্যার – ৫৫%
১১) ভারতের “ ভোটার ডে “ পালিত হয় – ২৫ জানুয়ারি
১২) বাংলাদেশের “ জাতীয় ভোটার দিবস “ – ১ মার্চ
১৩) ভোট প্রদান করা বাধ্যতামূলক যে দেশে – অস্ট্রেলিয়ায়
১৪) জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স ২৫ বছর হতে হবে এটা বাংলাদেশ সংবিধানের – ৬৬(১) নং ধারাতে বলা আছে
##আন্তর্জাতিক##
১৫) মাত্র ১১ বছর বয়সে স্নাতক ডিগ্রি শেষ করেছেন – যুক্তরাষ্ট্রের উইলিয়াম মাইলিস
১৬) সবকিছু ঠিকঠাক থাকলে তার পিএইচডি ডিগ্রি শেষ হবে – ১৮ বছর বয়সে
১৮) ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম – লোকসভা
১৯) উ. কোরিয়া যে স্যাটেলাইট উৎক্ষেপন স্টেশন ধ্বংস করে তার নাম – “ সোহায়ে “
২০) যুক্তরাষ্ট্রের ভিত্তিক একটি স্যাটেলাইটের নাম - ৩৮ নর্থ স্যাটেলাইট
২১) গ্রীসের রাজধানী – এথেন্স
২২) ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে গ্রীসের যে শহরে – মাতি শহর
২৩) পেলোপোনেস উপদ্বীপটি – গ্রীসে
২৪) পাকিস্তানের সাথারন নির্বাচন – ২৫ জুলাই
২৫) পাকিস্তানের এবারের নির্বাচনে জাতীয় পরিষদে নারী প্রার্থীর সংখ্যা – ২৭২ জন, জাতীয় ও প্রাদেশিকে মোট ৩০৫ জন
২৬) পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষে প্রথম অমুসলিম উপজাতি নারী সিনেটর নির্বাচিত হন – কৃষ্ণা কুমারী কোহলি
২৭) কৃষ্ণা ছিলেন – একজন দরিদ্র ভাড়াটের মেয়ে, শৈশবে কাজ করতে চুক্তিবদ্ধ শ্রমিক হিসেবে
##বাণিজ্য##
২৮) স্বাধীনতার পর থেকে জাপান এই পর্যন্ত বাংলাদেশকে আর্থিকক সহায়তা দিয়েছে – ১, ৮৬০ কোটি মা. ড.
২৯) বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবে – ২০২৪ সালে
৩০) জাপান বর্তমানে বাংলাদেশকে সাহায্য করছে – ৪০ টি প্রকল্পে
৩১) বর্তমানে বাংলাদেশে ব্যবসা করছে জাপানের – ৩১২ টি কোম্পানি
৩২) বর্তমানে বাংলাদেশে জাপানের বিনিয়োগ - প্রায় ১৪৭ কোটি ডলার।

Blogger দ্বারা পরিচালিত.