Header Ads

Header ADS

ইসলামে বেগানা নারীকে চুমু খাওয়ার শাস্তি কী?

বুখারী ও মুসলিমে ইবনে মাসঊদ রা. এর হাদীস রয়েছে। এক ব্যক্তি এক বেগানা নারীকে চুমু খেয়ে নবীজী সা. এর কাছে এসে অনুতপ্ত হলো। বললো আমাকে শাস্তি দিন। নবীজী বললেন, আল্লাহ যেহেতু প্রকাশ করেননি তাই তুমিও প্রকাশ করো না। এরপর কুরআনের আয়াত নাজিল হলো, ‘নিশ্চয়ই সৎকর্ম (হাসানাত) গোনাহকে মুছে ফেলে’।
এ ঘটনার দ্বারা উলামায়ে কিরাম বলেছেন, চুমুর আলাদা শাস্তি নেই। এটার শাস্তি হলো আল্লাহর কাছে একনিষ্ঠ হয়ে তাওবা করা ও নেক আমল বাড়িয়ে দেয়া। তবে যদি বিচারক পর্যন্ত ব্যাপারটি গড়ায়, তিনি ‘তাযীর’ হিসেবে শাাস্তি দিতে পারেন।

Blogger দ্বারা পরিচালিত.