আগামী ২-৪ আগস্ট আসছে ল্যাপটপ মেলা ২০১৮
যাদের রোজকার ধোঁয়া তোলা চায়ের কাপের সাথে দিনের শুরুটা হয় ল্যাপটপ অন করে, তাদের জন্য দারুন খবর !! চলে এলো সামার ল্যাপটপ মেলা ২০১৮ !! আগামী ২-৪ আগস্ট ঢাকার আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ দিন ব্যাপী বসবে এই আয়োজন। দেরি না করে এখন থেকেই বাছাই করুন আপনার পছন্দের ল্যাপটপ আর চোখ রাখুন আমাদের ইভেন্ট পেইজে।