মুহিব খানের কবিতা
খোলা রাজপথে অলিতে গলিতে
জ্বালো জ্বালো জাগরণ
ছিঁড়ে ফেলো ফেলো অত্যাচারীর
শোষণের বন্ধন
চুপিচুপি নয়, শোনো চিৎকারে
নিপীড়িত কাঁদে আজ
মিছিলে মিছিলে শ্লোগানে শ্লোগানে
শোনো শোনো সে আওয়াজ
জাগো জাগো যুব কিশোর তরুণ
ছাত্র জনতা মিলে
তোলো তোলো হাত, কণ্ঠ মিলাও
মুক্তির এ মিছিলে
অবিচার নয়, অধিকার চাই
জুলুমের দিন শেষ
ভেঙে-চুরে গড়ে তুলবো আবার
'নতুন বাংলাদেশ'।
____কবি মুহিব খান