আজ বিকাল ৪ টায় ২২ জন শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে সমাবেশ
গ্রেফতারকৃত ২২ জন শিক্ষার্থী ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
কারাগারে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে বাড্ডার মামলার ১৪ ছাত্র হলেন, রিসালাতুল ফেরদৌস, রেদোয়ান আহমেদ, রাশেদুল ইসলাম, বায়েজিদ, মুশফিকুর রহমান, ইফতেখার আহম্মেদ, রেজা রিফাত আখলাক, এএইচএম খালিদ রেজা, তারিকুল ইসলাম, নূর মোহাম্মাদ, সীমান্ত সরকার, ইকতিদার হোসেন, জাহিদুল হক ও হাসান।
ভাটারা থানার মামলার শিক্ষার্থীরা হলেন, আজিজুল করিম, মাসাদ মরতুজা বিন আহাদ, ফয়েজ আহম্মেদ আদনান, সাবের আহম্মেদ, মেহেদী হাসান, শিহাব শাহরিয়ার, সাখাওয়াত হোসেন ও আমিনুল এহসান।
আমরা এই ২২ জন শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি দাবি করছি, আমরা দাবি জানাচ্ছি ব্রাক,নর্থসাউথ,সাউথ ইস্ট, ইস্ট ওয়েস্ট,এ আই ইউ বি , ইউএপি সহ সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ,পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার বিচারের। শিক্ষার্থীদের নানানভাবে হয়রানি করে যে ভীতি সৃষ্টি করছে সরকারের এই হীন কর্মকান্ড বন্ধ করতে হবে।
আজ বিকাল ৪ টায়-দেখা হচ্ছে শাহবাগে...