Header Ads

Header ADS

আগামীকাল শাহবাগ ও রাজু ভাস্কর্যে আন্দোলন

আমাদের বন্ধু-ভাইবোনদের উপরে পুলিশ ও ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বজ্রকন্ঠে শ্লোগান তুলবো একইসাথে।

আবারো শ্লোগান হবে- লেগেছেরে লেগেছে রক্তে আগুন লেগেছে, জেগেছেরে জেগেছে ছাত্র সমাজ জেগেছে।

অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ কর্তব্য, কিশোর বিদ্রোহীদের উপরে চালানো নির্যাতনের প্রতিবাদ আমরা করে যাবো। আমাদের বুকে নতুন বাংলাদেশের যে স্বপ্ন তারা একে দিয়েছে তাকে বাস্তবে রুপ দেওয়ার লড়াই সামিল হবো সকলে।  নিপীড়ন, নির্যাতন এর বিরুদ্ধে ছাত্র সমাজের প্রতিবাদি অবস্থান জারি থাকবে।

"যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ
যদি তুমি রুখে দাড়াও তুমিই বাংলাদেশ"

জমায়েত স্থান- রাজু ভাষ্কর্য
সকাল ১০.৩০

Blogger দ্বারা পরিচালিত.