কী বলললেন ছাত্রলীগের গোলাম রব্বানী
নবনির্বাচিত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেছেন নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন যে ৯ দফা দাবি রাখা হয়েছিল যদি এ দাবি আদায়ে কালবিলম্ব বা গড়িমসি হয় তাহলে ছাত্রলীগ আপনাদের পাশে থেকে আন্দোলন গড়ে তুলবে বলে।
আজ ৯ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজিত ‘সন্ত্রাস বিরোধী ছাত্র সমাবেশে’ তিনি এসব কথা বলেন।
গোলাম রাব্বানী বলেনে, নিরাপদ সড়ক আন্দোলনে আমরা প্রতিটা পয়েন্টে পয়েন্টে ছাত্রদের কাছে গিয়েছি। তাদের সব দাবি সরকারের মেনে নেওয়ার কথা বুঝিয়েছি। তাদের আশ্বস্ত করেছি যে যদি এ দাবি আদায়ে কালবিলম্ব বা গড়িমসি হয় তাহলে ছাত্রলীগ আপনাদের পাশে থেকে আন্দোলন গড়ে তুলবে।
তিনি বলেন, এদেশে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করলে তাতে জামায়াত-বিএনপি, ছাত্রদল ছাত্রদের বিভ্রান্ত করে আন্দোলনের ফায়দা লুটতে চায়। নিরাপদ সড়কের দাবিতে যৌক্তিক একটি আন্দোলনেও তারা বিভ্রান্তি ও গুজব ছড়িয়েছে। ছাত্রলীগের বিরুদ্ধেও অপপ্রচার ও সীমাহীন গুজব ছড়াচ্ছে।