হজ্জ কেন এবং এর ফযীলত কি??
....@ হজ্জ কেন এবং এর ফযীলত কি ?@ .....
হজ্জ বিষয়টি এক তাৎপর্যপূর্ণ বিষয় ।হজ্জকে আল্লাহ্ পাক প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য ফরজ করেছেন ।
হযরত ইব্রাহীম (আঃ), হযরত ইসমাঈল (আঃ) এবং বিবি হাজেরার জীবনে যে ঘটনা ঘটে গেছে , আমরা সেই মহাজীবনের বিভিন্ন অংশের ভূমিকা অনুসরণ করি ।
কেন করি ?
আমাদের নবী-ই-করীম (সাঃ) নিজে করেছেন এবং বলে গেছেন , তাই করি ; এমন গভীর নিষ্ঠার সাথে করি যে হজ্জ পালনকারীদের মধ্যে নারী-পুরুষ সওার স্বতন্ত্র অনুভূতিও বিলীন হয়ে যায় ।
নবী করীম (সাঃ) থেকে বর্ণিত ।তিনি বলেছেন , " আল্লাহ্ র রাস্তায় জিহাদের ইচ্ছায় কোন মুসলমান ঘর থেকে বের হয়ে গেলে যদি লড়াইয়ের পূর্বেই বাহনজন্তু থেকে পড়ে নিহত হয় অথবা কোন বিষাক্ত প্রাণীর দংশনের কারণে নিহত হয় অথবা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে . সর্বাবস্থায় সে শহীদ ।
হজ্জের ইচ্ছায় কোন মুসলমান ঘর থেকে বেরিয়ে গেলে যদি বায়তুল্লাহ্ য় পৌঁছার পূর্বে মৃত্যুবরণ করে . তাহলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় ।"
( নাসাঈ , মুসনাদে আহমদ )
এক হাদীসে নবী করীম (দঃ) বলেন , হ আল্লাহ্ ! আপনি হাজীকে ক্ষমা করে দিন এবং হাজী যার জন্য ক্ষমা প্রার্থনা করবে , তাকে ক্ষমা করে দিন ।"
( মুসতাদরাকে হাকিম , ১ম খন্ড ,৪৪১পৃষ্ঠা )
বইঃতাম্বীহুল গাফেলীন ।
লেখকঃ ফকীহ আবুল লাইস সমরকন্দী (রহঃ