Header Ads

Header ADS

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে 40তম বিসিএস এর অনলাইন আবেদন

বিসিএস এ আবেদন করার যোগ্যতা, প্রিলি+রিটেন+মৌখিক সিলেবাস, বইয়ের লিস্ট, ক্যাডারসমূহ সহ সব কিছু নিয়ে বিস্তারিত পোস্ট লিখলাম। আশা করি বিসিএস নিয়ে আপনার মনের সকল প্রশ্নের অবসান হবে।
🇩বিসিএস এ অাবেদন করার শিক্ষাগত যোগ্যতাঃ
এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সবগুলো পরীক্ষায় যেকোন দুটিতে দ্বিতীয় শ্রেণী বা সমমান এবং একটি তৃতীয় শ্রেণী বা সমমান। এর নিচে হবে না।
তবে পাসকোর্স ধারীদের স্নাতকোত্তর লাগবে।

আপনারা হয়তো ভাবছেন জিপিএ বা সিজিপিএ এর পয়েন্ট কিভাবে হিসেব করা হবে?
SSC, HSC কিংবা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে,
জিপিএ ৩.০০ বা তদূর্ধ প্রথম বিভাগ
জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম দ্বিতীয় বিভাগ
অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে-

(৪ পয়েন্ট স্কেলে)
৩.০০ পয়েন্ট বা তদূর্ধ - প্রথম বিভাগ/শ্রেণি
২.২৫ বা তদূর্ধ কিন্তু ৩.০০ এর কম দ্বিতীয় বিভাগ/শ্রেণি

(৫ পয়েন্ট স্কেলে)
৩.৭৫ পয়েন্ট বা তদূর্ধ - প্রথম বিভাগ/শ্রেণি
২.৮১৩ বা তদূর্ধ কিন্তু ৩.৭৫ এর কম দ্বিতীয় বিভাগ/শ্রেণি

Blogger দ্বারা পরিচালিত.