বিতর্কে হোক পরমতসহিষ্ণুতার বিপ্লব" প্রতিপাদ্যকে ধারণকারী বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব আয়োজন করতে যাচ্ছে 'সদস্য আহ্বান ও বিতর্ক কর্মশালা - ২০১৮
"'কর্মশালায় অংশগ্রহণ ও সদস্য পদে আবেদনের জন্য ক্লাবের নির্ধারিত ফরম ১৪ সেপ্টেম্বর থেকে শুরু করে ২০ সেপ্টেম্বরের মধ্যে সংগ্রহ করতে হবে ৷ প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত হল ডিবেটিং ক্লাব রুম (পদ্মা-১,০০৩) থেকে এই ফরম সংগ্রহ করা যাবে ৷
ফরমের নির্ধারিত মূল্য ২০ টাকা ৷ ফরম সংগ্রহের পর তা যথাযথভাবে পূরণ করে ২০ সেপ্টেম্বর রাত ১০টার মধ্যে জমা দিতে হবে ৷
সদস্য ফরম দাখিলের শর্তাবলী:
১/ প্রার্থীকে অবশ্যই বিজয় একাত্তর হলের আবাসিক/অনাবাসিক শিক্ষার্থী হতে হবে ৷
২/ কেবল ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরাই ফরম সংগ্রহ করতে পারবেন ৷
২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বিতর্ক কর্মশালাটি বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের কক্ষে অনুষ্ঠিত হবে ৷ কর্মশালার পর একটি প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হবে যেখানে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নন্দিত বিতার্কিকগণ ৷
প্রয়োজনে:
রিদওয়ান বিন মোবিন
সভাপতি
বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব
০১৫১৬-৭৩৭২৮৪
সামছুজ্জামান সবুজ
সাধারণ-সম্পাদক
বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব
০১৫১৫-২৬৪৯৯৪