টার্গেট যখন শেরেবাংলা কৃষি
█▒▒▒▒ টার্গেট যখন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ▒▒▒▒█
:::
মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি কিছুটা একই রকম। জাস্ট আলাদাভাবে ম্যাথ করলেই হয়। ফলে যাঁরা মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেন, তাঁদের জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি অনেকটাই সহজ হয়ে যায়।
.
:
▒ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়; বিশ্লেষণী ▒█
.
.
পরিচিতিঃ স্নাতক (সম্মান) শ্রেণী, লেবেল-১; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।
.
.
আবেদন যোগ্যতাঃ
.
** এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ৭.৫০ (৪র্থ বিষয় ছাড়া) এবং আলাদা আলাদা জিপিএ ৩.০০ থাকা আবশ্যক।
..
** এইচএসসি'র পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
..
** এসএসসি ও এইচএসসি উভয়ের ইংরেজী বিষয়ে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
.
.
আসন সংখ্যাঃ৬২৫+.....
.
► কৃষি অনুষদ- ৩৫০
► ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদ- ১০০
► এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট- ৮০। মাৎস্য বিজ্ঞান -২৫
.
..
মানবন্টনঃ
.
ভর্তি পরীক্ষায়
☞পদার্থ-২০,
☞রসায়ন_২০,
☞জীববিজ্ঞান-২০
☞গণিত-২০
☞ইংরেজি-১০
☞সা.জ্ঞান-১০।
☞বিষয়াবলী থেকে মোট ১০০ টি MCQ প্রশ্ন থাকবে।
.
..
জিপিএ গণনা ও অন্যান্য তথ্যঃ
.
✎ এসএসসি-তে প্রাপ্ত জিপিএ-কে ৮ দ্বারা এবং এইচএসসি-তে প্রাপ্ত জিপিএ-কে ১২ দ্বারা গুণ করা হবে। অর্থাৎ জিপিএ'র উপর ১০০ নম্বর থাকবে। সর্বমোট (১০০+১০০)= ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
.
✎ লিখিত (MCQ) পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর করে। প্রতিটি ভুল উত্তরের জন্য (০.২৫) নম্বর করে কর্তন করা হবে।
.
✎ ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর, মোবাইল ও ঘড়ি সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছে।
.
✎ সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকছে।
.
█▒▒▒▒ ভর্তি প্রস্তুতি ▒▒▒▒█
:::
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মনোজ কুমার মজুমদার জানান, সব কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি মোটামুটি একই রকম। সব ভর্তি পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে এর পাশাপাশি থাকে ইংরেজি ও সাধারণ জ্ঞান। প্রশ্নের ধরনও একই রকম। তাই এক প্রস্তুতিতেই সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়া যায়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম মিত্রশ্রী দেব বলেন, 'ভর্তি পরীক্ষায় ভালো করতে চাইলে জীববিজ্ঞান ও রসায়নে বেশি জোর দিতে হবে। কয়েক বছর ধরে পদার্থ ও গণিত প্রশ্নের ধরনে কিছুটা পরিবর্তন আসছে। তাই এ দুটি বিষয়েও বেশি গুরুত্ব দিতে হবে। বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখলে এ বিষয়ে ধারণা পাওয়া যাবে।'
.
#জীববিজ্ঞান :
'যাঁরা মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন, নতুন করে জীববিজ্ঞানে প্রস্তুতি নেওয়ার কিছু নেই। তবে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উদ্ভিদের বিভিন্ন পর্বের নাম, সামুদ্রিক শৈবালের গঠন, উদ্ভিদের কোষ, সালোকসংশ্লেষণ, শ্বসন, প্রাণীর শ্রেণিবিভাগ, হাইড্রা, পরিপাকতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র অধ্যায় থেকে প্রশ্ন আসে বেশি। আবুল হাসনাতের উদ্ভিদবিজ্ঞান বইয়ের খুঁটিনাটি জানতে হবে। প্রাণিবিজ্ঞানের জন্য গাজী আজমলের বইটিই যথেষ্ট।
.
#রসায়ন :
রসায়ন দ্বিতীয় পত্র থেকে বিভিন্ন বিক্রিয়ার উৎপাদক বিষয়ে বেশি প্রশ্ন আসে। বিক্রিয়া সহজে মনে থাকে না। আমি বিক্রিয়াগুলো বারবার লিখতাম ও পড়তাম। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিক্রিয়া একটি কাগজে লিখে পড়ার টেবিলে রাখতে পারো, যাতে সব সময় চোখে পড়ে। রসায়ন প্রথম পত্রের মোলার ও মোলারিটি, জারণ-বিজারণ, রাসায়নিক সাম্যবস্থা অধ্যায় থেকে অঙ্ক আসে। সূত্র ভালো করে রপ্ত করতে পারলে গাণিতিক সমস্যার সমাধান করা সহজ হয়। কবীরের রসায়ন প্রথম পত্র এবং হাজারী নাগের দ্বিতীয় পত্র ভালো করে পড়তে হবে।
#পদার্থবিদ্যা :
পদার্থবিদ্যায় অধিকাংশই গাণিতিক সমস্যা থাকে। প্রতিটি অধ্যায়ের গাণিতিক সমস্যার উদাহরণ ও বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষায় আসা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। কাজ, শক্তি ও ক্ষমতা, তড়িৎ, চুম্বক, আপেক্ষিক তত্ত্ব, ইলেকট্রনিকস সম্পর্কিত অধ্যায় থেকে গাণিতিক সমস্যা বেশি আসে। অল্প সময়ের মধ্যে অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। তাই সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধানের নিয়ম শিখতে হবে।
.
#গণিত :
গণিতে ভালো করতে হলে প্রতিটি অধ্যায়ের সূত্র মুখস্থ রাখতে হবে। সূত্র থেকেও অনেক প্রশ্ন হয়। গাণিতিক সমস্যা সমাধানের সংক্ষিপ্ত পদ্ধতি আয়ত্ত করতে হবে। বেশি গুরুত্ব দিতে হবে সেট, ফাংশন, অমূলদ-মূলদ সংখ্যা, বিন্যাস, সমাবেশ, ত্রিকোণমিতি ও ক্যালকুলাসে।আর অল্প সময়ে ভালো করার জন্য লিজেন্ডের ভার্সিটির ম্যাথ বইটি পড়তে পারেন।
.
#সাধারণ_জ্ঞান :
সাধারণ জ্ঞানের নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। তবে সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির ওপর বিশেষ জোর দিতে হবে।কৃষি বিষয়ক তথ্য,মুক্তিযুদ্ধ, মুদ্রা, বৃহত্তর, ক্ষুদ্রতর, নদ-নদী, হ্রদ, সদর দপ্তর, পুরস্কার, স্থাপনা, সম্মেলন ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন থাকে। নিয়মিত পড়তে হবে পত্রপত্রিকা। মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড প্রস্তুতিতে সহায়ক হবে।
.
#ইংরেজি :
ইংরেজিরও নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। বিগত বর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান করলে কাজে দেবে। প্রিপজিশন, সিনোনিম, এনটোনিম, গ্রুপ ভার্ব, বাক্য রূপান্তর, বাক্য শুদ্ধকরণ, টেন্স, ভয়েস ইত্যাদি বিষয় থেকে বেশি প্রশ্ন হয়।
পড়ালেখা ও ভর্তিপরীক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে নিঃসংকোচে ইনবক্স করতে পারো।
Farid Ahamed Joy
Jahangirnagar University।