Home/
Unlabelled
/█▒▒ রাজশাহী বিশ্ববিদ্যালয় বিস্তারিত ▒▒█
#রাজশাহী_বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত তোমার মনে লুকিয়ে থাকা সকল প্রশ্নের উত্তর। তারপরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে রাখতে পারো, সময় পেলে উত্তর দিয়ে যাবো।
#আবেদনের সময়সীমাঃ
০৩/০৯/১৮ দুপুর ১২ টা হতে ১২/০৯/১৮ তারিখ রাত ১২ টা পর্যন্ত।
#পরীক্ষার তারিখঃ ২২/১০/১৮ ও ২৩/১০/১৮।
এবার MCQ পদ্ধতিতে যেই ৫টা ইউনিট থাকছে...
☞Unit A: কলা অনুষদ(৯৪১ টি আসন) এবং চারুকলা অনুষদ(১২০ টি আসন)
☞Uniit B: বিজনেস স্টাডিজ অনুষদ(৪৮০ টি আসন)
এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট(৫০ টি
আসন)।
☞Unit C: বিজ্ঞান অনুষদ(৬৬০ টি আসন)এবং প্রকৌশল অনুষদ(২৭২ টি আসন)।
☞Unit D: জীব ও ভূবিজ্ঞান অনুষদ(৪৩৬ টি আসন)
এবং কৃষি অনুষদ(২১২ টি আসন)।
☞Unit E: আইন অনুষদ(২১০ টি আসন), সামাজিক
বিজ্ঞান অনুষদ(৭৪৮ টি আসন) এবং শিক্ষা ও
গবেষণা ইনস্টিটিউট(৫০ টি আসন)।
✓প্রশ্ন:আবেদন করতে কত পয়েন্ট থাকতে
হবে?
★★মানবিক শাখা হতে পরীক্ষা দিতে ন্যূনতম কতো পয়েন্ট লাগবে?
SSC তে ন্যূনতম ৩.০ (৪র্থ বিষয়সহ)
HSC তে ন্যূনতম ৩.০ (৪র্থ বিষয়সহ)
মোট ন্যূনতম ৭.০ (৪র্থ বিষয়সহ) লাগবে।
তুমি মানবিক শাখা হতে যে ইউনিটেই পরীক্ষা দাও এই ন্যূনতম পয়েন্ট এর শর্তই প্রযোজ্য।
★★বিজ্ঞান শাখা হতে পরীক্ষা দিতে ন্যূনতম কতো পয়েন্ট লাগবে?
SSC তে ন্যূনতম ৩.৫ (৪র্থ বিষয়সহ)
HSC তে ন্যূনতম ৩.৫(৪র্থ বিষয়সহ)
মোট ন্যূনতম ৮.০ (৪র্থ বিষয়সহ) লাগবে। তুমি বিজ্ঞান শাখা হতে যে ইউনিটেই পরীক্ষা দাও এই ন্যূনতম পয়েন্ট এর শর্তই প্রযোজ্য।
★★ব্যবসায় শিক্ষা শাখা হতে পরীক্ষা দিতে ন্যূনতম কতো পয়েন্ট লাগবে?
SSC তে ন্যূনতম ৩.৫ (৪র্থ বিষয়সহ)
HSC তে ন্যূনতম ৩.৫ (৪র্থ বিষয়সহ)
মোট ন্যূনতম ৭.৫ (৪র্থ বিষয়সহ) লাগবে।
তুমি ব্যবসায় শিক্ষা শাখা হতে যে ইউনিটেই পরীক্ষা দাও এই ন্যূনতম পয়েন্ট এর শর্তই প্রযোজ্য।প্রাথমিক আবেদনের পর তোমাদের রেজাল্টের ভিত্তিতে প্রতি ইউনিটে ৩২০০০ জনকে ভর্তি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে।
.
প্রশ্ন: ভাই, আমার জিপিএ এত এত,,,,,আমি কি পরীক্ষা দিতে পারবো?
.
এই প্রশ্নটা সবচেয়ে বেশি শুনতে হয়েছে
আমাকে,ভাই আসলে একজেক্টলি কেও বলতে পারবেনা কত জিপিএ থাকলে সিলেক্ট হবে।।তবুও বলি এবার এইচএসসি রেজাল্ট যেহেতু খারাপ, আমাদের অভিজ্ঞতা ও ধারণার ভিত্তিতে বলি বিজ্ঞান থেকে ৮.৫০,ব্যবসা ৮.০০ ,মানবিক ৭.৫০
থাকলে মোটামোটি সেইফ জোন বলা যায়।আবারো
বলতেছি এটা জাস্ট আইডিয়া থেকে বলা।বাকিটা তোমার ভাগ্যের উপর।
.
প্রশ্ন:ভর্তি পরীক্ষায় GPA'র উপর marks গণনা করা হয় কি?
=না।
.
2nd time আছে।
যারা 2nd time দিবে তাদের কি extra কোনো marks কাটে কি?
=না।
☞ভর্তি পরীক্ষার হলে কি ক্যালকুলেটর ব্যবহার করা যায়?
=ভর্তি পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ও ঘড়ি সহ সবধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ।
☞এবার ইউনিট ভিত্তিক আলোচনায় আসি।
★Unit-A
কলা অনুষদ- মোট ৯৪১ টি আসন।
কিছু সংরক্ষিত আসন ছাড়া বাকি আসন (৫৬৯+- টি) সকল
শাখার শিক্ষার্থীদের জন্য।এই বাকি আসনগুলোতে যেকোন শাখার থেকে মেধা তালিকায় স্থান পেলেই হবে।।
* সব শাখার শিক্ষার্থী আবেদন করতে পারে।।
*কিছু বিভাগের জন্য # সংরক্ষিত_আসন সংখ্যা রয়েছে:
দর্শন বিভাগ - ১১০×৪০%=৪৪ টি আসন সংরক্ষিত থাকবে
HSC তে যারা যুক্তিবিদ্যা পড়েছো।
.
ইতিহাস বিভাগ - ১১০ টি আসনের মধ্যে ৪৫ টি সংরক্ষিত থাকবে HSCতে যারা ইতিহাস পড়েছো।
.
বাংলা বিভাগ - ১০০×৭৫%=৭৫টি আসন মানবিক শাখার জন্য(সাধারণ শিক্ষা বোর্ড) এবং ১০০×২৫%=২৫টি আসন
মানবিক শাখা ব্যতীত অন্যান্য শাখার( সাধারণ ও
অন্যান্য শিক্ষা বোর্ড) জন্য।
আরবী বিভাগ,ইসলামিক স্টাডিজ বিভাগ - ১১০×৮৫%= ৯৪
টি আসন দাখিল/আলিম পাশকৃতদের জন্য সংরক্ষিত থাকবে।
.
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ - ৪০×৫০%=২০ টি আসন
দাখিল/আলিম পাশকৃতদের জন্য সংরক্ষিত থাকবে।
.
চারুকলা অনুষদ - মোট ১২০ টি আসন ।
কোন শাখার জন্য আলাদাভাবে আসন বিন্যাস নাই। যে কোন শাখার থেকে মেধা তালিকায় স্থান পেলেই হবে।।
* সব শাখার শিক্ষার্থী আবেদন করতে পারে।
.
★Unit B
বিজনেস স্টাডিজ অনুষদ -মোট ৪৮০ টি আসন ।
এর মধ্যে ৩৯৯ টি আসন ব্যবসায় শিক্ষা শাখার
শিক্ষার্থীদের জন্য। আর বাকি ৭১টি আসন মানবিক ও বিজ্ঞান উভয় শাখার শিক্ষার্থীদের জন্য।।
* সব শাখার শিক্ষার্থী আবেদন করতে পারে।
.
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট-মোট ৫০ টি আসন।
এর মধ্যে ২৫ টি আসন মানবিক ও বিজ্ঞান উভয় শাখার জন্য। আর বাকি ২৫ টি আসন ব্যবসায় শিক্ষা শাখার জন্য।।
* সব শাখার শিক্ষার্থী আবেদন করতে পারে।
.
★Unit-C
বিজ্ঞান অনুষদ:
মোট ৬৬০ টি আসন ।
এর মধ্যে কেবল ১৬টি আসন (শারীরিক শিক্ষা ও ক্রীড়া
বিজ্ঞান বিভাগ) মানবিক ও ব্যবসায় শিক্ষা
উভয় শাখার শিক্ষার্থীদের জন্য। বাকি আসন বিজ্ঞান
শাখার শিক্ষার্থীদের।।
* সব শাখার শিক্ষার্থী আবেদন
করতে পারে।
প্রকৌশল অনুষদ :
মোট ২৭২ টি আসন।কেবল বিজ্ঞান শাখার
শিক্ষার্থীদের জন্য।।
* কেবল বিজ্ঞান শাখার
শিক্ষার্থী আবেদন করতে পারে।
.
★Unit-D
জীব ও ভূবিজ্ঞান অনুষদ :
মোট ৪৩৬ টি আসন ।
এর মধ্যে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা এককভাবে ২৯৪
টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। আর বাকি
১৪২ টি আসন (ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ -৭৬ টি
এবং মনোবিজ্ঞান বিভাগ -৬৬ টি আসন ) মানবিক,
বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা সকল শাখার শিক্ষার্থীরা
প্রতিদ্বন্দ্বিতা করে।।
* সব শাখার শিক্ষার্থী আবেদন
করতে পারে।
কৃষি অনুষদ :
মোট ২১২ টি আসন। কেবল বিজ্ঞান শাখার
শিক্ষার্থীদের জন্য।।
* কেবল বিজ্ঞান শাখার
শিক্ষার্থী আবেদন করতে পারে।
.
★Unit E
আইন অনুষদ:
মোট২১০ টি আসন।
কোন শাখার জন্য আলাদাভাবে আসন বিন্যাস নাই। যে কোন শাখার থেকে মেধা তালিকায় স্থান পেলেই হবে।।*
সব শাখার শিক্ষার্থী আবেদন করতে পারে।
২০১৮-১৯ ভর্তি পরীক্ষায় আইন অনুষদের অন্তর্ভুক্ত
হচ্ছে ‘ব্যবসা ও বাণিজ্য আইন’ নামে একটি নতুন বিভাগ। এরই মাধ্যমে আরো ৫০টি আসনও বাড়ানো হচ্ছে ভর্তি পরীক্ষায়।
.
সামাজিক বিজ্ঞান অনুষদ: মোট ৭৪৮ টি আসন।
কোন শাখার জন্য আলাদাভাবে আসন বিন্যাস নাই। যে কোন শাখার থেকে মেধা তালিকায় স্থান পেলেই হবে।।
* সব শাখার শিক্ষার্থী আবেদন করতে পারে।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট:
মোট ৫০ টি আসন ।
কোন শাখার জন্য আলাদাভাবে আসন বিন্যাস নাই। যে কোন শাখার থেকে মেধা তালিকায় স্থান পেলেই হবে।।
* সব শাখার শিক্ষার্থী আবেদন করতে পারে।
.
ভর্তি পরীক্ষা মোট কতো নম্বর/marks এর হয়?
সকল ইউনিট এই ১০০ নম্বর/marks পরীক্ষা হয় এবং পাশ
নম্বর/marks ৪০%। সম্মিলিতভাবে পাশ করলেই হয়, তবে
★আইন এবং ★বিজ্ঞান অনুষদে আলাদাভাবে পাশ করতে হয়।
.
ভর্তি পরীক্ষা মোট কতটি প্রশ্ন আসে?
কোনো ইউনিট এ ১০০টি; কোনো ইউনিট এ ৯০/৮০টি;
কোনো ইউনিট এ ৫০টি ও আসে। সেজন্য প্রশ্ন প্রতি মান বিভিন্ন হয়।
☞Negative marking আছে কি,থাকলে কতো?
=২৫% । তবে চারুকলা অনুষদ এ negative marking নেই।
☞ভর্তি পরীক্ষার নির্দিষ্ট কোন বিষয় এ পাশ
করতে /ন্যূনতম কোন marks পেতে হয় কি?
=না, সব মিলিয়ে পাশ করলেই হয় , তবে ★আইন এবং
★বিজ্ঞান অনুষদে নির্দিষ্ট বিষয় এ পাশ করতে /ন্যূনতম
marks পেতে হয়।
.
ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে হবে তবে ★আইন
অনুষদে MCQ এর সাথে লিখিত পরীক্ষাও হয়, ★নাট্যকলা/ চারুকলা অনুষদে practical দিতে হয়। কোন subject পেতে হলে HSC তে কি ঐ Subject এ নূন্যতম কোন গ্রেড থাকতে হবে?
=না, তবে Economics department & প্রকৌশল অনুষদের ক্ষেত্রে নূন্যতম গ্রেড থাকতে হয়।
.
যদি ভর্তি পরীক্ষায় ইংরেজি বা অন্য বিষয়ে
ফেল করি তবে কি সমস্যা?
=না, বেশির ভাগ ইউনিট এ ইংরেজি বা অন্য বিষয় এ নূন্যতম পাশ marks পাওয়া লাগবেই এমন শর্ত নাই। তবে
★আইন অনুষদে এমন শর্ত আছে।
.
.
প্রাথমিক আবেদন ফ্রি- ৫৫ টাকা করে একাধিক ইউনিটে আবেদন করতে পারবে।
#৩২০০০ হাজর জন প্রতি ইউনিটে ১০% ভ্যাট সহ আবেদন
ফি।
#A ইউনিটে আবেদন ফ্রিঃ ১১৪০+১১৪=১২৫৪/-
# B ইউনিটে আবেদন ফ্রিঃ ৬৬০+৬৬=৭২৬/-
# C ইউনিটে আবেদন ফ্রিঃ ১১৪০+১১৪=১২৫৪
# D ইউনিটে আবেদন ফ্রিঃ ৯০০+৯০=৯৯০/-
# E ইউনিটে আবেদন ফ্রিঃ ১০২০+১০২=১১২২/-
.
.
মানবন্টন :
.
A ইউনিট (কলা ও চারুকলা অনুষদ)
.
বাংলা - ৩০
ইংরেজি - ৩০
সাধারণ জ্ঞান - ৪০
.
( পাস নম্বর ৪০).
.
B ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ( BBA+ IBA ) :
.
ব্যবসায় শিক্ষা :
ইংরেজি -৩০
হিসাববিজ্ঞান - ৩০
আইসিটি - ১০
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - ৩০
.
বিজ্ঞান ও মানবিক :
.
ইংরেজি -৩০
বাংলা - ৩০
আইসিটি - ১০
সাধারণ জ্ঞান ও সাধারণ গণিত - ৩০
.
(পাস নম্বর ৪০, আইবিএ তে ভর্তি জন্য ইংরেজি তে নূন্যতম ১২ পেতে হবে। )
.
# C ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ)
বিজ্ঞান বিভাগে জন্য মানবন্টন :
"ক শাখা
*পদার্থ -৩০
*রসায়ন - ৩০
*গণিত - ২০
"খ শাখা
জীববিজ্ঞান - ২০ / গণিত + আইসিটি - ২০
(ক শাখায় নূন্যতম ২৬, খ শাখায় নূন্যতম ৬ পেতে হবে )
.
.
মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা জন্য মানবন্টন :
*বাংলা ৩০
*ইংরেজি ৩০
*সাধারন জ্ঞান ৪০
(বাংলা তে নূন্যতম ১২, ইংরেজি তে নূন্যতম ৭ পেতে হবে)
.
.
# D ইউনিট (জীব ও ভূবিজ্ঞান এবং কৃষি অনুষদ)
বিজ্ঞান বিভাগে জন্য মানবন্টন :
*পদার্থ - ২৫
*রসায়ন - ২৫
*জীববিজ্ঞান / গণিত/ ভূগোল / মনোবিজ্ঞান - ৫০
.
মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা জন্য মানবন্টন :
*বাংলা ২৫
*ইংরেজি ২৫
*সাধারন জ্ঞান/ ভূগোল / মনোবিজ্ঞান - ৫০
.
E ইউনিট (আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)
.
বাংলা : ৩৫
ইংরেজি : ৪৫
সাধারণ জ্ঞান : ২০
পড়ালেখা ও ভর্তিপরীক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে নিঃসংকোচে ইনবক্স করতে পারো।
Farid Ahamed Joy
Jahangirnagar University।
█▒▒ রাজশাহী বিশ্ববিদ্যালয় বিস্তারিত ▒▒█
#রাজশাহী_বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত তোমার মনে লুকিয়ে থাকা সকল প্রশ্নের উত্তর। তারপরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে রাখতে পারো, সময় পেলে উত্তর দিয়ে যাবো।
#আবেদনের সময়সীমাঃ
০৩/০৯/১৮ দুপুর ১২ টা হতে ১২/০৯/১৮ তারিখ রাত ১২ টা পর্যন্ত।
#পরীক্ষার তারিখঃ ২২/১০/১৮ ও ২৩/১০/১৮।
এবার MCQ পদ্ধতিতে যেই ৫টা ইউনিট থাকছে...
☞Unit A: কলা অনুষদ(৯৪১ টি আসন) এবং চারুকলা অনুষদ(১২০ টি আসন)
☞Uniit B: বিজনেস স্টাডিজ অনুষদ(৪৮০ টি আসন)
এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট(৫০ টি
আসন)।
☞Unit C: বিজ্ঞান অনুষদ(৬৬০ টি আসন)এবং প্রকৌশল অনুষদ(২৭২ টি আসন)।
☞Unit D: জীব ও ভূবিজ্ঞান অনুষদ(৪৩৬ টি আসন)
এবং কৃষি অনুষদ(২১২ টি আসন)।
☞Unit E: আইন অনুষদ(২১০ টি আসন), সামাজিক
বিজ্ঞান অনুষদ(৭৪৮ টি আসন) এবং শিক্ষা ও
গবেষণা ইনস্টিটিউট(৫০ টি আসন)।
✓প্রশ্ন:আবেদন করতে কত পয়েন্ট থাকতে
হবে?
★★মানবিক শাখা হতে পরীক্ষা দিতে ন্যূনতম কতো পয়েন্ট লাগবে?
SSC তে ন্যূনতম ৩.০ (৪র্থ বিষয়সহ)
HSC তে ন্যূনতম ৩.০ (৪র্থ বিষয়সহ)
মোট ন্যূনতম ৭.০ (৪র্থ বিষয়সহ) লাগবে।
তুমি মানবিক শাখা হতে যে ইউনিটেই পরীক্ষা দাও এই ন্যূনতম পয়েন্ট এর শর্তই প্রযোজ্য।
★★বিজ্ঞান শাখা হতে পরীক্ষা দিতে ন্যূনতম কতো পয়েন্ট লাগবে?
SSC তে ন্যূনতম ৩.৫ (৪র্থ বিষয়সহ)
HSC তে ন্যূনতম ৩.৫(৪র্থ বিষয়সহ)
মোট ন্যূনতম ৮.০ (৪র্থ বিষয়সহ) লাগবে। তুমি বিজ্ঞান শাখা হতে যে ইউনিটেই পরীক্ষা দাও এই ন্যূনতম পয়েন্ট এর শর্তই প্রযোজ্য।
★★ব্যবসায় শিক্ষা শাখা হতে পরীক্ষা দিতে ন্যূনতম কতো পয়েন্ট লাগবে?
SSC তে ন্যূনতম ৩.৫ (৪র্থ বিষয়সহ)
HSC তে ন্যূনতম ৩.৫ (৪র্থ বিষয়সহ)
মোট ন্যূনতম ৭.৫ (৪র্থ বিষয়সহ) লাগবে।
তুমি ব্যবসায় শিক্ষা শাখা হতে যে ইউনিটেই পরীক্ষা দাও এই ন্যূনতম পয়েন্ট এর শর্তই প্রযোজ্য।প্রাথমিক আবেদনের পর তোমাদের রেজাল্টের ভিত্তিতে প্রতি ইউনিটে ৩২০০০ জনকে ভর্তি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে।
.
প্রশ্ন: ভাই, আমার জিপিএ এত এত,,,,,আমি কি পরীক্ষা দিতে পারবো?
.
এই প্রশ্নটা সবচেয়ে বেশি শুনতে হয়েছে
আমাকে,ভাই আসলে একজেক্টলি কেও বলতে পারবেনা কত জিপিএ থাকলে সিলেক্ট হবে।।তবুও বলি এবার এইচএসসি রেজাল্ট যেহেতু খারাপ, আমাদের অভিজ্ঞতা ও ধারণার ভিত্তিতে বলি বিজ্ঞান থেকে ৮.৫০,ব্যবসা ৮.০০ ,মানবিক ৭.৫০
থাকলে মোটামোটি সেইফ জোন বলা যায়।আবারো
বলতেছি এটা জাস্ট আইডিয়া থেকে বলা।বাকিটা তোমার ভাগ্যের উপর।
.
প্রশ্ন:ভর্তি পরীক্ষায় GPA'র উপর marks গণনা করা হয় কি?
=না।
.
2nd time আছে।
যারা 2nd time দিবে তাদের কি extra কোনো marks কাটে কি?
=না।
☞ভর্তি পরীক্ষার হলে কি ক্যালকুলেটর ব্যবহার করা যায়?
=ভর্তি পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ও ঘড়ি সহ সবধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ।
☞এবার ইউনিট ভিত্তিক আলোচনায় আসি।
★Unit-A
কলা অনুষদ- মোট ৯৪১ টি আসন।
কিছু সংরক্ষিত আসন ছাড়া বাকি আসন (৫৬৯+- টি) সকল
শাখার শিক্ষার্থীদের জন্য।এই বাকি আসনগুলোতে যেকোন শাখার থেকে মেধা তালিকায় স্থান পেলেই হবে।।
* সব শাখার শিক্ষার্থী আবেদন করতে পারে।।
*কিছু বিভাগের জন্য # সংরক্ষিত_আসন সংখ্যা রয়েছে:
দর্শন বিভাগ - ১১০×৪০%=৪৪ টি আসন সংরক্ষিত থাকবে
HSC তে যারা যুক্তিবিদ্যা পড়েছো।
.
ইতিহাস বিভাগ - ১১০ টি আসনের মধ্যে ৪৫ টি সংরক্ষিত থাকবে HSCতে যারা ইতিহাস পড়েছো।
.
বাংলা বিভাগ - ১০০×৭৫%=৭৫টি আসন মানবিক শাখার জন্য(সাধারণ শিক্ষা বোর্ড) এবং ১০০×২৫%=২৫টি আসন
মানবিক শাখা ব্যতীত অন্যান্য শাখার( সাধারণ ও
অন্যান্য শিক্ষা বোর্ড) জন্য।
আরবী বিভাগ,ইসলামিক স্টাডিজ বিভাগ - ১১০×৮৫%= ৯৪
টি আসন দাখিল/আলিম পাশকৃতদের জন্য সংরক্ষিত থাকবে।
.
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ - ৪০×৫০%=২০ টি আসন
দাখিল/আলিম পাশকৃতদের জন্য সংরক্ষিত থাকবে।
.
চারুকলা অনুষদ - মোট ১২০ টি আসন ।
কোন শাখার জন্য আলাদাভাবে আসন বিন্যাস নাই। যে কোন শাখার থেকে মেধা তালিকায় স্থান পেলেই হবে।।
* সব শাখার শিক্ষার্থী আবেদন করতে পারে।
.
★Unit B
বিজনেস স্টাডিজ অনুষদ -মোট ৪৮০ টি আসন ।
এর মধ্যে ৩৯৯ টি আসন ব্যবসায় শিক্ষা শাখার
শিক্ষার্থীদের জন্য। আর বাকি ৭১টি আসন মানবিক ও বিজ্ঞান উভয় শাখার শিক্ষার্থীদের জন্য।।
* সব শাখার শিক্ষার্থী আবেদন করতে পারে।
.
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট-মোট ৫০ টি আসন।
এর মধ্যে ২৫ টি আসন মানবিক ও বিজ্ঞান উভয় শাখার জন্য। আর বাকি ২৫ টি আসন ব্যবসায় শিক্ষা শাখার জন্য।।
* সব শাখার শিক্ষার্থী আবেদন করতে পারে।
.
★Unit-C
বিজ্ঞান অনুষদ:
মোট ৬৬০ টি আসন ।
এর মধ্যে কেবল ১৬টি আসন (শারীরিক শিক্ষা ও ক্রীড়া
বিজ্ঞান বিভাগ) মানবিক ও ব্যবসায় শিক্ষা
উভয় শাখার শিক্ষার্থীদের জন্য। বাকি আসন বিজ্ঞান
শাখার শিক্ষার্থীদের।।
* সব শাখার শিক্ষার্থী আবেদন
করতে পারে।
প্রকৌশল অনুষদ :
মোট ২৭২ টি আসন।কেবল বিজ্ঞান শাখার
শিক্ষার্থীদের জন্য।।
* কেবল বিজ্ঞান শাখার
শিক্ষার্থী আবেদন করতে পারে।
.
★Unit-D
জীব ও ভূবিজ্ঞান অনুষদ :
মোট ৪৩৬ টি আসন ।
এর মধ্যে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা এককভাবে ২৯৪
টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। আর বাকি
১৪২ টি আসন (ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ -৭৬ টি
এবং মনোবিজ্ঞান বিভাগ -৬৬ টি আসন ) মানবিক,
বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা সকল শাখার শিক্ষার্থীরা
প্রতিদ্বন্দ্বিতা করে।।
* সব শাখার শিক্ষার্থী আবেদন
করতে পারে।
কৃষি অনুষদ :
মোট ২১২ টি আসন। কেবল বিজ্ঞান শাখার
শিক্ষার্থীদের জন্য।।
* কেবল বিজ্ঞান শাখার
শিক্ষার্থী আবেদন করতে পারে।
.
★Unit E
আইন অনুষদ:
মোট২১০ টি আসন।
কোন শাখার জন্য আলাদাভাবে আসন বিন্যাস নাই। যে কোন শাখার থেকে মেধা তালিকায় স্থান পেলেই হবে।।*
সব শাখার শিক্ষার্থী আবেদন করতে পারে।
২০১৮-১৯ ভর্তি পরীক্ষায় আইন অনুষদের অন্তর্ভুক্ত
হচ্ছে ‘ব্যবসা ও বাণিজ্য আইন’ নামে একটি নতুন বিভাগ। এরই মাধ্যমে আরো ৫০টি আসনও বাড়ানো হচ্ছে ভর্তি পরীক্ষায়।
.
সামাজিক বিজ্ঞান অনুষদ: মোট ৭৪৮ টি আসন।
কোন শাখার জন্য আলাদাভাবে আসন বিন্যাস নাই। যে কোন শাখার থেকে মেধা তালিকায় স্থান পেলেই হবে।।
* সব শাখার শিক্ষার্থী আবেদন করতে পারে।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট:
মোট ৫০ টি আসন ।
কোন শাখার জন্য আলাদাভাবে আসন বিন্যাস নাই। যে কোন শাখার থেকে মেধা তালিকায় স্থান পেলেই হবে।।
* সব শাখার শিক্ষার্থী আবেদন করতে পারে।
.
ভর্তি পরীক্ষা মোট কতো নম্বর/marks এর হয়?
সকল ইউনিট এই ১০০ নম্বর/marks পরীক্ষা হয় এবং পাশ
নম্বর/marks ৪০%। সম্মিলিতভাবে পাশ করলেই হয়, তবে
★আইন এবং ★বিজ্ঞান অনুষদে আলাদাভাবে পাশ করতে হয়।
.
ভর্তি পরীক্ষা মোট কতটি প্রশ্ন আসে?
কোনো ইউনিট এ ১০০টি; কোনো ইউনিট এ ৯০/৮০টি;
কোনো ইউনিট এ ৫০টি ও আসে। সেজন্য প্রশ্ন প্রতি মান বিভিন্ন হয়।
☞Negative marking আছে কি,থাকলে কতো?
=২৫% । তবে চারুকলা অনুষদ এ negative marking নেই।
☞ভর্তি পরীক্ষার নির্দিষ্ট কোন বিষয় এ পাশ
করতে /ন্যূনতম কোন marks পেতে হয় কি?
=না, সব মিলিয়ে পাশ করলেই হয় , তবে ★আইন এবং
★বিজ্ঞান অনুষদে নির্দিষ্ট বিষয় এ পাশ করতে /ন্যূনতম
marks পেতে হয়।
.
ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে হবে তবে ★আইন
অনুষদে MCQ এর সাথে লিখিত পরীক্ষাও হয়, ★নাট্যকলা/ চারুকলা অনুষদে practical দিতে হয়। কোন subject পেতে হলে HSC তে কি ঐ Subject এ নূন্যতম কোন গ্রেড থাকতে হবে?
=না, তবে Economics department & প্রকৌশল অনুষদের ক্ষেত্রে নূন্যতম গ্রেড থাকতে হয়।
.
যদি ভর্তি পরীক্ষায় ইংরেজি বা অন্য বিষয়ে
ফেল করি তবে কি সমস্যা?
=না, বেশির ভাগ ইউনিট এ ইংরেজি বা অন্য বিষয় এ নূন্যতম পাশ marks পাওয়া লাগবেই এমন শর্ত নাই। তবে
★আইন অনুষদে এমন শর্ত আছে।
.
.
প্রাথমিক আবেদন ফ্রি- ৫৫ টাকা করে একাধিক ইউনিটে আবেদন করতে পারবে।
#৩২০০০ হাজর জন প্রতি ইউনিটে ১০% ভ্যাট সহ আবেদন
ফি।
#A ইউনিটে আবেদন ফ্রিঃ ১১৪০+১১৪=১২৫৪/-
# B ইউনিটে আবেদন ফ্রিঃ ৬৬০+৬৬=৭২৬/-
# C ইউনিটে আবেদন ফ্রিঃ ১১৪০+১১৪=১২৫৪
# D ইউনিটে আবেদন ফ্রিঃ ৯০০+৯০=৯৯০/-
# E ইউনিটে আবেদন ফ্রিঃ ১০২০+১০২=১১২২/-
.
.
মানবন্টন :
.
A ইউনিট (কলা ও চারুকলা অনুষদ)
.
বাংলা - ৩০
ইংরেজি - ৩০
সাধারণ জ্ঞান - ৪০
.
( পাস নম্বর ৪০).
.
B ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ( BBA+ IBA ) :
.
ব্যবসায় শিক্ষা :
ইংরেজি -৩০
হিসাববিজ্ঞান - ৩০
আইসিটি - ১০
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - ৩০
.
বিজ্ঞান ও মানবিক :
.
ইংরেজি -৩০
বাংলা - ৩০
আইসিটি - ১০
সাধারণ জ্ঞান ও সাধারণ গণিত - ৩০
.
(পাস নম্বর ৪০, আইবিএ তে ভর্তি জন্য ইংরেজি তে নূন্যতম ১২ পেতে হবে। )
.
# C ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ)
বিজ্ঞান বিভাগে জন্য মানবন্টন :
"ক শাখা
*পদার্থ -৩০
*রসায়ন - ৩০
*গণিত - ২০
"খ শাখা
জীববিজ্ঞান - ২০ / গণিত + আইসিটি - ২০
(ক শাখায় নূন্যতম ২৬, খ শাখায় নূন্যতম ৬ পেতে হবে )
.
.
মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা জন্য মানবন্টন :
*বাংলা ৩০
*ইংরেজি ৩০
*সাধারন জ্ঞান ৪০
(বাংলা তে নূন্যতম ১২, ইংরেজি তে নূন্যতম ৭ পেতে হবে)
.
.
# D ইউনিট (জীব ও ভূবিজ্ঞান এবং কৃষি অনুষদ)
বিজ্ঞান বিভাগে জন্য মানবন্টন :
*পদার্থ - ২৫
*রসায়ন - ২৫
*জীববিজ্ঞান / গণিত/ ভূগোল / মনোবিজ্ঞান - ৫০
.
মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা জন্য মানবন্টন :
*বাংলা ২৫
*ইংরেজি ২৫
*সাধারন জ্ঞান/ ভূগোল / মনোবিজ্ঞান - ৫০
.
E ইউনিট (আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)
.
বাংলা : ৩৫
ইংরেজি : ৪৫
সাধারণ জ্ঞান : ২০
পড়ালেখা ও ভর্তিপরীক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে নিঃসংকোচে ইনবক্স করতে পারো।
Farid Ahamed Joy
Jahangirnagar University।