Header Ads

Header ADS

সাত কলেজ ভর্তি তথ্য ২০১৮

️ ঢাবি অধিভুক্ত ৭ কলেজে ভর্তি সম্পর্কিত বিষয় গুলো জেনে নিন

✔৭ কলেজের প্রতিটি কলেজের জন্য আলাদা কোন আবেদন বা পরীক্ষা হবেনা।  ৭ কলেজ মিলে একটি আবেদন ও  একটি পরীক্ষা হবে

✔পাশ মার্ক ৪৮ পেতে হবে।  ৪৮ না পেলে ভর্তির জন্য গ্রহনযোগ্য হবেনা

✔️পাশ মার্ক পাওয়ার পর  আপনাকে কলেজ ও সাবজেক্ট চয়েস দিতে হবে, আপনার রেজাল্টের উপর ভিত্তি করে কলেজ ও সাবজেক্ট দেয়া হবে।

✔❌️৭ কলেজের মধ্যে এক কলেজ থেকে অন্য কলেজে ট্রান্সফার হওয়ার সুযোগ নেই❌

অাবেদনের যোগ্যতা :- চতুর্থ বিষয় সহ মোট পয়েন্ট লাগবে।অালাদা ভাবে পয়েন্ট লাগবেনা।
➡বিজ্ঞান বিভাগ : ৭:০০ পয়েন্ট
➡ বানিজ্য বিভাগ: ৬.৫০ পয়েন্ট
➡মানবিক বিভাগ : ৬:০০ পয়েন্ট
★যারা ২০১৮ তে HSC পাশ করেছে বা ইম্প্রুভ দিয়েছে (রেজাল্ট পরিবর্তন হতে হবে)
✔ঢাবি অধিভুক্ত ৭ কলেজের বিভিন্ন ইউনিট এ ভর্তির পরীক্ষায় আসা বিষয়গুলো

:|| তিন ইউনিটে মোট বিভাগ ২২টি+ অাসন সংখ্যা - ২৩৩১৫
*বিজ্ঞান- ৬৫০০ টি
*কমার্স -৫১৮৫ টি
*মানবিক -১১৬৩০ টি

♦️ক- ইউনিট ( বিজ্ঞান বিভাগ)

বাংলা,ইংরেজি,পদার্থবিজ্ঞান,
রসায়ন,গনিত,জীববিজ্ঞান। ৬ টি বিষয়ের মধ্যে ৪ টির উত্তর দিতে হবে

♦️খ - ইউনিট ( মানবিক বিভাগ)

বাংলা, ইংরেজি,সাধারন জ্ঞান থেকে প্রশ্ন হবে

Reference Book: অবশ্যই ‘’NEXUS ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ ভর্তি সহায়িকা’’ দেখবে।

♦️গ - ইউনিট ( ব্যবসায় শিক্ষা বিভাগ)

বাংলা,ইংরেজি,হিসাববিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, মার্কেটিং/ ফিন্যান্স এন্ড ব্যাংকিং

✔️পরীক্ষা হবে ১২০ মার্কের

✔✳কোন নেগেটিভ মার্কিং নেই✳

✔SSC ও  HSC রেজাল্টের উপর ৮০ নাম্বার থাকবে

✔পরীক্ষার সময় ১ ঘন্টা

✔পরীক্ষা হবে  MCQ পদ্ধতিতে

✔প্রতিটি প্রশ্নের মান ১.২০ করে

✔বিজ্ঞান শাখার শিক্ষার্থী রা তিন ইউনিটেই পরীক্ষা দিতে পারবে।
ও ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীরা মানবিক  বিভাগেও পরীক্ষা দিতে পারবে।

✔️৭ কলেজের মধ্যে ২ টি শুধু মেয়েদের কলেজ : ইডেন ও বদরুন্নেসা কলেজ, ১টি শুধু ছেলেদের কলেজ : ঢাকা কলেজ এবং বাকী ৪ টি কলেজে ছেলে - মেয়ে উভয়ই আছে

✳✳ঢাবি অধিভুক্ত ৭ কলেজগুলো হলোঃ

☑️ঢাকা কলেজ
☑️ইডেন মহিলা কলেজ
☑️সরকারি তিতুমীর কলেজ
☑️বেগম বদরুন্নেসা কলেজ
☑️কবি নজরুল কলেজ
☑️সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
☑️সরকারি বাঙলা কলেজ

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকশিত হয়েছে।
▶️আবেদন শুরুঃ ২৫ সেপ্টেম্বর ২০১৮
▶️আবেদন শেষঃ ২৫ অক্টোবর ২০১৮

Blogger দ্বারা পরিচালিত.