১০ ই অক্টোবর মানসিক স্বাস্থ্য দিবস।
প্রতি ৫ জনে ১ জন মানসিক সমস্যা আছে। কারো বিদ্রুপ, তাচ্ছিল্য , অবহেলা, যুলুম,অবিচার মানসিক সমস্যা ঘটায়। এ সমস্যা থেকে বেরিয়ে না আসতে পারলে ভুক্তভোগী আত্মহত্যার পথ বেছে নিতে পারে।
ভালবাসা,সুন্দর ব্যবহার, এ সমস্যা দূর করতে সাহায্য করতে পারে।
টিপস#৫