ঢাবি প্রথম বর্ষের জন্য ফ্রি মুভি শো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত Film for Freshers-এ আজ ১৮ এপ্রিল দুপুর ৩:৪৫ টিএসসি অডিটোরিয়ামে প্রদর্শিত হতে যাচ্ছে কালজয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পথের পাঁচালী।
আকিরা কুরোসাওয়া একবার বলেছিলেন পথের পাঁচালী একটা নদীর মতই উদার আর বয়ে চলে।অনেক কাঠখড় পোড়াতে হয়েছে সত্যজিৎ রায়কে এই সিনেমা বানাতে এমনকি বউয়ের গয়না বিক্রি পর্যন্ত। টাকার অভাবে শুটিং বন্ধ ছিলো বহুদিন। দুর্গা অপুর বয়স বেড়ে যাওয়া কিংবা বৃদ্ধা ইন্দিরা ঠাকরুন এর জীবনের অনিশ্চয়তা এসব দুশ্চিন্তাও ছিলো।
কি স্পষ্ট এই সিনেমা ! কি স্পষ্ট দুঃখের ছবি! সাদা কাশবনে ট্রেনের কালো ধোয়া কত সহজ ভাবে বুঝিয়ে দেয় , মুখে বলতে হয়না কিছুই। রবিশংকরের সেতারের সাথে চোখের সামনে চলতে থাকা এই মুহূর্তগুলোকে মন্ত্রমুগ্ধ হয়ে দেখাই নিয়ম। সিনেমা দেখার নূন্যতম জ্ঞান বা অভিজ্ঞতা থাকলে এ সিনেমা সেভাবেই দেখা উচিৎ ।
*পে ইন স্লিপ প্রদর্শন করে এন্ট্রি পাস নিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীরা সারাদিনব্যাপী এ আয়োজনের ৪ টি সিনেমার শো বিনামুল্যে দেখতে পারবে।
Dhaka University Film Society