উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হবে আগামীকাল
ডুয়েট ডিবেটিং সোসাইটি (ডি ডি এস) কতৃক আয়োজিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ২০১৮ উপলক্ষে চলছে ফ্রি রেজিস্ট্রেশন ।রেজিস্ট্রেশন কার্যক্রম শুভ উদ্বোধন করেছেন সম্মানিত অধ্যাপক ড. মোঃ আবুল কাশেম স্যার পরিচালক, শারীরিক শিক্ষা কেন্দ্র, ডুয়েট এবং মোঃ আসাদুজ্জামান স্যার
প্রভাষক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারীং বিভাগ। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে,
#স্থান: শহীদ মিনার প্রাঙ্গণ
#সময়: বিকাল ৫:০০ ঘটিকা
#তারিখ: ১৯ ই এপ্রিল, ২০১৮
রোজ : বৃহস্পতিবার
#বিশেষ #আকর্ষণ:
প্রতিযোগিতায় ১ম,২য় এবং ৩য় স্থান অর্জনকারীদের জন্য থাকবে অাকর্ষণীয় পুরষ্কার এবং অংশগ্রহণকারীদের জন্যও রয়েছে বিশেষ পুরষ্কার এর ব্যবস্থা। সেই সাথে যারা বিজয়ী হবে তারা বিনামূল্যে ডি ডি এস এর সদস্য হতে পারবে।উল্লেখ্য
অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভি সি মহোদয় অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। আরো উপস্থিত থাকবেন সম্মানিত শিক্ষকমন্ডলী, ডি ডি এস এর উপদেষ্টামন্ডলী এবং ডি ডি এস এর প্রাক্তন বিতার্কিকগণ।