তারুণ্যের জয়োৎসব,১০ ই জুলাই নর্দান ভার্সিটি পর্ব
প্রথম আলো সব সময়ই তরুণদের সঙ্গে থাকতে চায়। তারই ধারাবাহিকতায় ক্রাউন সিমেন্টের সহায়তায় এ বছর থেকে সারা দেশে শুরু হয়েছে ‘তারুণ্যের জয়োৎসব’৷ এই আয়োজনের মাধ্যমে আমরা তরুণদের জানাতে চাই পৃথিবীর ৭৫০ কোটি মানুষ নানান প্রান্তে অপেক্ষা করছে তার নেতৃত্ব, উদ্ভাবন, দক্ষতা ও ভালোবাসার জন্য।
তারুণ্যের জয়োৎসবে থাকবে ক্যারিয়ার কাউন্সেলিং, স্কিল ডেভেলপমেন্ট, লিডারশিপ, ডিজিটাল মার্কেটিং, পাবলিক স্পিকিং ইত্যাদি বিষয়ে কর্মশালা এবং সফল কর্মজীবীদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করছেন, কিংবা সবে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পাড়ি দিয়েছেন, এখনো কর্মজীবনে প্রবেশ করেননি—সবাই অংশ নিতে পারবেন এই অনুষ্ঠানে।
Sessions:
1. Personal Branding in 21st Century: Solaiman Shukhon, Head of Strategic Projects at Aamra Networks Limited
2. Social Media and We: A B M Jabed Sultan Pias, Brand Communications Manager at Prothom Alo
3. How to write your first CV
অংশগ্রহণ করতে রেজিস্ট্রশন করতে হবে । রেজিস্ট্রশনের পর নির্বাচিতদের এসএমএস দিয়ে অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
অংশগ্রহণ করতে হলে গুগল ফর্ম পূরণ করতে হবে– https://goo.gl/forms/ZH2Zv21feKdLRORk2
অনুষ্ঠানের বিস্তারিত:
নর্দান বিশ্ববিদ্যালয় পর্ব (ধানমন্ডি ক্যাম্পাস)
তারিখ: ১০ জুলাই ২০১৮, মঙ্গলবার
সময়: বেলা ২.০০ থেকে ৫.৩০টা।
ভেন্যু: বাড়ি–৫৪, রোড–৪/এ, ধানমন্ডি, ঢাকা–১২০৯।
গুগল ম্যাপে লোকেশন: https://goo.gl/maps/r6s91eLZis72