Header Ads

Header ADS

১০ম আন্তর্জাতিক আন্ত-বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০১৮

Take Your Camera, Frame Your Dream” স্লোগান নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (Dhaka University Film Society – DUFS) আয়োজন করতে যাচ্ছে ১০ম আন্তর্জাতিক আন্ত-বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (10th International Inter-University Short Film Festival 2018 – IIUSFF)।

সকল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে সেরা ৫০টি চলচ্চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কালচারাল সেন্টারে প্রদর্শিত হবে। ‘জহির রায়হান শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরষ্কার’ এবং ৩০০ ডলার দ্বারা শ্রেষ্ঠ চলচ্চিত্রকে পুরষ্কৃত করা হবে এবং শ্রেষ্ঠ বাংলাদেশি পরিচালককে পুরষ্কৃত করা হবে ‘তারেক মাসুদ সেরা উদীয়মান পরিচালক পুরষ্কার’ এবং ২০০ ডলার দ্বারা। এছাড়া বাছাইকৃত সেরা ৫০টি চলচ্চিত্রকে সার্টিফিকেট সহ অন্যান্য পুরষ্কার প্রদান করা হবে।

স্থান:

 বাংলাদেশ

 সুযোগ সুবিধাসমূহ

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র গুলো টিএসসি অডিটরিয়াম সহ আরো অন্যান্য কালচারাল সেন্টারে প্রদর্শিত হওয়ার সুযোগ।শ্রেষ্ঠ চলচ্চিত্র পাবে ‘জহির রায়হান শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরষ্কার’ এবং ৩০০ ডলার দ্বারা পুরষ্কৃত হওয়ার সুযোগ। শ্রেষ্ঠ বাংলাদেশি পরিচালক পাবে ‘তারেক মাসুদ সেরা উদীয়মান পরিচালক পুরষ্কার’ এবং ২০০ ডলার দ্বারা পুরষ্কৃত হওয়ার সুযোগ।সার্টিফিকেট সহ অন্যান্য পুরষ্কার পাওয়ার সুযোগ।

 আবেদনের যোগ্যতা

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমাদানকারীর কোন বিশ্ববিদ্যালয় বা কলেজে, ব্যাচেলর্স বা মাস্টার্সে অধ্যায়নরত হতে হবে। এছাড়া মাস্টার্স ডিগ্রি শেষ হওয়ার ২ বছরের মধ্যে কেউ চলচ্চিত্র জমা দিতে চাইলে তা গ্রহণযোগ্য হবে।জমা প্রদানকৃত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির অন্য কোন মাধ্যমে (যেমন-ইউটিউব, ফেসবুক ইত্যাদি) প্রাপ্যতা থাকতে পারবে না।স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির ইংরেজি সাবটাইটেল থাকতে হবে।যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য:বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত।

Blogger দ্বারা পরিচালিত.