ছাত্রদের জন্য উপদেশ
মনে রাখবেন আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি একটি মানুষ আপনি একটি স্বাধীন দেশের শিক্ষিত নাগরিক। আপনি কোনো খেলনা নয় যে কেও ইচ্ছেমত আপনাকে নিয়ে খেলবে। আপনি কোনো অস্ত্র নয় যে কেও আপনাকে ব্যবহার করে অশুভ স্বার্থ হাসিল করবে। আপনি কোন টয়লেট পেপার নয় যে নষ্ট দুষ্ট রাজনীতিবিদেরা আপনাকে ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দেবে। আপনি কোনো তোতাপাখি নও যে আপনাকে যা শিখিয়ে দিবে আপনি তাই বলবেন।আপনি কোনো বানর নয় যে রাজনীতিবিদ গডফাদারেরা আপনাকে দিয়ে ইচ্ছেমতো খেলা দেখাবে। নিজেকে চিনুন নিজেকে জানুন। আপনি যাদের গোলামী করছেন তারা তাদের সন্তানদের আপনার প্রতিষ্ঠানে পাঠাচ্ছে না। আপনি যাদের গোলামী করছেন তারা দেশের সম্পদ নিয়ে বিদেশে অট্টালিকা গড়ছে সেকেন্ড হোম করছে সুইস ব্যাংকে ডলার জমাচ্ছে। আমার প্রিয় ছাত্র ভাইয়েরা আর কতদিন নিজেদের বোকা বানিয়ে রাখবেন?বলুনতো পৃথিবীর কোন সভ্য দেশে এক ছাত্র তার সহপাঠী নিজেদের অধিকার আদায়ের জন্য রাস্তায় দাঁড়ানোয় তাকে পিটিয়ে রক্তাক্ত করছে? এই ঘুণেধরা সমাজ এই পঙ্কিল রাজনীতি আপনাদের অন্ধ করে রেখেছে আপনাদের এতটা বর্বর এতটা নৃশংস বানিয়েছে। যে মায়ের সন্তানকে আজ রক্তাক্ত করলেন সেই মা যদি আজ জানতে চায় কি অপরাধে তার সন্তানের উপর এই অত্যাচার এই নির্যাতন? কি জবাব দেবেন?
ডক্টর ফরিদ খান
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অর্থনীতি বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়