সাহিত্য সভা
ক্রাচের কর্নেল‘ ,একজন কমলালেবু, আধোঘুমে কাস্ট্রোর সঙ্গে, কয়েকটি বিহবলের গল্প, ‘অন্য এক গল্পকারের গল্প নিয়ে গল্প পড়ে কথাসাহিত্যিক শাহাদুজ্জামানকে চিনি, সেই শাহাদুজ্জামানের আরো অনেকগুলো পরিচয় আছে।তরুন প্রজন্মের অনেকের ধারনা থাকে সাহিত্যিক হতে হলে অনেকটা বেহেমিয়ান হতে হয়, কিংবা ক্যারিয়ার আর সাহিত্যি নিয়ে জীবনের মধ্যে অন্তঃদ্বন্দ দেখা দেয়, সেই অন্তঃদ্বন্দগুলোকে কাজের মধ্য দিয়ে সম্বনয় করেছেন যে ব্যক্তটি তিনি শাহাদুজ্জামান। তার ২৫টি প্রকাশিত গ্রন্থ যেমন রয়েছে, তেমনি ভাবে একজন চিকিৎসক,নৃবিজ্ঞানী ও শিক্ষক হিসেবে রয়েছে ৩৫টি গবেষণাপত্র। তার পিএইচডি গবেষণার বিষয় ছিলো “S. Zaman (2005) Broken limbs, broken lives: Ethnography of a hospital ward in Bangladesh.” বলা হয় নন-ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই বিষয়ে খুব কম কাজই হয়েছে। বৈচিত্র্যপূর্ণ এই মানুষটির লেকচার শুনতে চাইলে আপনারা আসতে পারেন।
আমন্ত্রণ রইলো আপনার!